কমেছে স্যামসাংয়ের পণ্যের চাহিদা, ৮ বছরে সর্বনিম্ন মুনাফা
চলমান বৈশ্বিক মন্দায় মানুষ তাদের জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে বাধ্য হয়েছে। তাই কমেছে ইলেকট্রনিক্স পণ্যের বেচাকেনা। ফলে চাপের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। গত বছরের শেষ তিন মাসে আট বছরে সর্বনিম্ন মুনাফা করেছে কোম্পানিটি।
বিশ্বব্যাপী চলমান মন্দায় সাধারণ মানুষ অতিপ্রয়োজন ছাড়া জিনিসপত্র কেনা কমিয়ে দিয়েছেন। যার প্রভাব পড়ছে ইলেকট্রনিক পণ্যের বেচাকেনায়। চাহিদা যেহেতু কম সেহেতু কমেছে ইলেকট্রনিক পণ্য তৈরিতে ব্যবহৃত চিপের দামও। সুতরাং ভোক্তাদের এই খরচে লাগাম টানা সাম্প্রতিক মাসগুলোতে প্রযুক্তি জায়ান্টদের ব্যবসায়ে ব্যাপকভাবে আঘাত করেছে।
যার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মেমটি চিপ, স্মার্টফোন এবং টিভি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ২০২২ সালের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) রেকর্ড লোকসানের পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এই সময়ে তাদের মুনাফা ৬৯ শতাংশ কমে যাবে। যা বিগত ৮ বছরের মধ্যে সবচেয়ে কম।
পূর্বাভাসে স্যামসাং জানিয়েছে, বিদায়ী বছরের শেষ তিন মাসে তাদের অপারেটিং মুনাফা প্রায় ৪.৩ ট্রিলিয়ন ওয়ান কমে যাবে। মার্কিন ডলারে যার পরিমাণ দাঁড়ায় ৩.৪ বিলিয়ন।
এটি ২০১৪ সালের পর স্যামসাংয়ের সবচেয়ে কম ত্রৈমাসিক মুনাফা। যেখানে সেই সময়ে প্রায় ৫.৯ ট্রিলিয়ন ওয়ান মুনাফার প্রত্যাশা করছিলেন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি কোম্পানি এক বিবৃতিতে বলেছে, গ্রাহকরা কেনাকাটায় লাগাম টানায় চতুর্থ ত্রৈমাসিকে মেমোরি চিপের চাহিদা অপ্রত্যাশিতভাবে কমে গেছে। এদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিয়তার মধ্যে স্মার্টফোনের বিক্রিও কমেছে। ফলে আয় কমে গেছে।
আগামী ৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটি তাদের সম্পূর্ণ আর্থিক বিবৃতি প্রকাশ করবে ।