কয়েক মিনিটেই পুড়ে ছাই বাড্ডার মুদি দোকান

রাজধানীর উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। আগুনের ভয়াবহতা আতঙ্ক ছড়ালেও কেউ হতাহতের হয়নি।

স্বাধীনতা সরণির ১৭০ নম্বর ভবনের নিচতলায় বছরখানেক আগে ওই দোকান শুরু করেন শওকত নামে এক ব্যবসায়ী। শওকতের ভাই জানান, মঙ্গলবার বেচাকেনা শেষ করে রাত পৌনে ১২টার দিকে তিনি দোকান বন্ধ করেন। এর আগে বিদ্যুতের লাইন ও সুইচ ভালোভাবে চেক করেন তিনি। বাসায় যাওয়ার পরপরই তিনি হৈচৈ শুনে বের হয়ে এসে দেখেন তার ভাইয়ের দোকান আগুনে পুড়ছে। আগুনের এ ঘটনায় তাদের ৩০ থেকে ৪০ লক্ষ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।

শওকতের শ্বশুর জানান, ওই এলাকার মধ্যে এ দোকানটিই সবচেয়ে বড় ছিল। প্রায় সব ধরনের মুদিপণ্যই সেখানে পাওয়া যেত।

সাত তলা ওই ভবনের বাসিন্দারা জানান, প্রথমে তারা বুঝতে পারেননি; বিকট শব্দ হচ্ছিল ও ভবনটি কাঁপতে থাকায় মনে হচ্ছিল ভূমিকম্প। পরে লোকজনের চিৎকারে নিচে নেমে দেখেন ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের শিখা ৭তলার ছাদ পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। ফায়ার সার্ভিস আসতে আরও কয়েক মিনিট দেরি করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।

বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাঈম ইবনে হাসান জানান, তারা সাড়ে ১২টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌঁছান। দুটি ইউনিটের চেষ্টায় মাত্র কয়েক মিনিটেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা আগুনের উৎস কী তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।