গোপালগঞ্জে ‘ইকো ট্যুরিজম পার্ক’ উদ্বোধন
গোপালগঞ্জে বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত “ইকো ট্যুরিজম পার্ক”এর উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা এলাকায় শনিবার (২২ অক্টোবর) এ পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এমদাদুল হক চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেও জানা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা এলাকায় বঙ্গবন্ধু উদ্যানে প্রায় ১১ একর জায়গা জুড়ে এ “ইকো ট্যুরিজম পার্ক” নির্মাণ করা হয়েছে।ঢাকা-খুলনা মহাসড়কের খুব কাছেই এ ইকো ট্যুরিজম পার্কে বিনোদন কেন্দ্র ছাড়াও রয়েছে একটি বড় খেলার মাঠ। এখানে পিকনিক করার পাশাপাশি খেলাধুলা, বেড়ানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
সূত্র: বাসস
What's Your Reaction?