টুইটার কিনে নিলেন ইলন মাস্ক
জল্পনা কল্পনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এতে তার খরচ হয়েছে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মটি কিনেই এক হুলুস্থুল কাণ্ড ঘটিয়েছেন মাস্ক। বরখাস্ত করেছেন কোম্পানিটির ঊর্ধ্বতনদের।
টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরই এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেছেন মাস্ক। একইসঙ্গে কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল ও পলিসি মেকার এবং নিরাপত্তার প্রধান ভিজয়া গাদ্দেকেও বরখাস্ত করেছেন টেসলার প্রধান নির্বাহী।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে, বরখাস্তের সময় আগরওয়াল ও সেগাল সান ফ্রানসিসকোয় টুইটারের সদর দপ্তরে ছিলেন।
বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম আগেই বলেছিল, দেনা পরিশোধের জন্য কোম্পানিটির ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মাস্ক।
তবে সেগুলোকে প্রত্যাখ্যান করেন এই ধনকুবের। তবে নিয়ন্ত্রণ নেওয়ার পরেই ঊর্ধ্বতনদের ছাঁটাই করলেন মাস্ক।
তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি টুইটার কর্তৃপক্ষ।
টুইটার কিনতে গত জানুয়ারি থেকে তোড়জোড় শুরু করেন মাস্ক। তিনি টুইটার কিনে ফেলেছেন এমন গুঞ্জন গত এপ্রিলে ছড়িয়ে পড়ে। কিন্তু ভুয়া অ্যাকাউন্টের তথ্য না দেওয়ার অজুহাতে মে মাসেই টুইটার না কেনার কথা জানান এই ধনকুবের। এ নিয়ে আদালতের শরণাপন্ন হন পরাগ আগরওয়াল।
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের চ্যান্সেরি আদালত গত ১৭ অক্টোবর এক রায়ে জানান, ইলন মাস্ককে আগামী ২৮ অক্টোবরের মধ্যেই টুইটার কিনতে হবে এবং এটি কিনতে হবে পূর্ব প্রতিশ্রুত ৪ হাজার ৪০০ কোটি ডলারেই। এ নিয়ে গড়িমসি শুরু করেন মাস্ক। তবে অবশেষে সোশ্যাল প্ল্যাটফর্মটি কিনে নিয়েছেন টেসলার প্রধান নির্বাহী।
আইনি প্যাচে না পড়তেই মাস্ক এমনটি করেছে বলে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম দাবি করছে। তারা বলছে, ঊর্ধ্বতনদের ছাটাইয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভবিষ্যতের জন্য অনেকগুলো নতুন প্রশ্ন উত্থাপিত হবে।
গত বুধবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিসকোয় টুইটারের সদর দপ্তরে যান। সেখানে যাওয়ার একটি ভিডিও তিনি টুইটারে পোস্ট করেন। এতে দেখা যায়, হাতে একটি সিংক নিয়ে সদর দপ্তরে ঢুকছেন তিনি। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসুন, ডোবা যাক!’
পরে আরেক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘অর্থ উপার্জনের জন্য আমি ফার্মটি কিনিনি। আমি মানবতাকে সাহায্য করার জন্য এটি করেছি, যাকে আমি ভালোবাসি। ’
এ দিকে টুইটার কেনার পরই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটিকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন এর নতুন মালিক। তিনি বলেছেন, ‘টুইটার অবশ্যই সবার জন্য উষ্ণ ও স্বাগত হবে। আইনের বিষয়টি মাথায় নিয়ে এখানে সবকথা বলা যাবে। ’