তিন জামায়াত নেতাকর্মী রিমান্ডে
রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় জামায়াতে ইসলামীর ৩ নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলেন- শাহজাহানপুর থানার জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি মোশারফ হোসেন চঞ্চল, মো. খালেদ হোসেন খান এবং সদস্য শেখ মহম্মদ মাসুদ।
(১ জানুয়ারি)রবিবার ৩ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বেলা তিনটার দিকে জামায়াতে ইসলাম বাংলাদেশ, ছাত্রশিবির এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মৌচাক থেকে মালিবাগ মোড়ের দিকে সরকার পতনের স্লোগান দেন। এসময় অস্ত্র সজ্জিত হয়ে গণমিছিল নিয়ে শাহজাহানপুর এলাকায় তারা গাড়ি ভাঙচুর করেন। তাদের বাধা দিলে হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
What's Your Reaction?