দীর্ঘ চার বছর পর এবার ঈদে গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ গানে ফিরছেন।

সঙ্গীত জগতের জনপ্রিয় জুটি এফ এ সুমন ও সোহাগ ওয়াজিউল্লাহ।" এই প্রেমের গল্প " শিরোনামের শেষ তারা এক সাথে কাজ করেছিলেন জি সিরিজ এর ব্যানারে। তখনকার সময়ে গানটি সুপারহিট হয়েছিলো।
আবারো এই জুটি তাদের নতুন একটি গান নিয়ে আসছেন শ্রোতাদের মাঝে। "শুধুই ব্যথা" শিরোনামে নতুন একটি গান আসছে। ঈদের আগের দিন জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে।
এছাড়াও ভিতর কান্দে, জাদুরে, জানরে, ঘুম পাড়ানি বন্ধু সহ আরো অনেক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছিলো এই সোহাগ সুমন জুটি।
দীর্ঘ চার বছর পর জনপ্রিয় এই গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ সঙ্গীত অঙ্গনে আবার সরব হতে যাচ্ছেন আরো নতুন নতুন গান লেখার মধ্য দিয়ে।
What's Your Reaction?






