দুই বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন

রংপুরের তারাগঞ্জ উপজেলার দোয়ালীপাড়া এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

Jan 10, 2023 - 16:51
 0  19
দুই বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ হাসান চৌধুরী এই  তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নীলফামারীর সৈয়দপুর থেকে যাত্রীবাহী একটি বাস রংপুরের দিকে  আসছিল। বাসটি তারাগঞ্জ উপজেলার দোয়ালীপাড়ায় পৌঁছালে রংপুর থেকে দিনাজপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত এবং  আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

তারাগঞ্জ থানার এসআই জনাব শরিফুল জানান যে, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow