দেশ দেউলিয়া হতে যাচ্ছে : জি এম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। ৪ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ে দেশের মানুষ অসহনীয় কষ্ট ভোগ করছেন। ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের স্থলে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আছে। কিন্তু, টাকার অভাবে জ্বালানি তেল কিনতে পারছে না সরকার।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের আরও বলেন, ‘দেশের মানুষ এখন আর নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে না। যারা ভোট করতে চায়, তারাও জানে নির্বাচন করতে জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হয় না। নির্বাচন করতে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক রাখতে হয়।
তাই, রাজনীতি ও রাজনৈতিক দলগুলো জনসাধারণ থেকে দূরে সরে যাচ্ছে। একারনেই সাধারণ মানুষও ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।
এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান,মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ওমর খান মান্নান, ইলোরা ইয়াসমিন, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেস্টা আনিস উল ইসলাম মণ্ডল, ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরী, মো. জসীম উদ্দিন ভূঁইয়া,রাকিন আহমেদ, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, আবু জাফর মো. অলিউল্লাহ চৌধুরী মাসুদ, মাখন সরকারযুগ্ম সম্পাদক নুরুল হক নুরু, দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আজাদ খুররুম ভূঁইয়া, ঝুটন দত্ত, ওহিদুজ্জামান মোহন, মোখলেছুর রহমান বস্তু,জাকির হোসেন খান, আনোয়ার হোসেন ,এলাহান উদ্দিন, নাজমিন সুলতানা তুলি প্রমুখ।
What's Your Reaction?






