নতুন নতুন অনেক ফিচার যুক্ত হচ্ছে ইউটিউবে

চলতি বছর ইউটিউব প্ল্যাটফর্মটি ১৭ বছরে পা দিয়েছে। গ্রাহক ধরে রাখতে নিজস্ব প্ল্যাটফর্মে বেশ কিছু নতুন আপডেট আনছে ইউটিউব। প্ল্যাটফর্মের চেহারায় ছোট কিছু পরিবর্তন আসছে যাতে দর্শকের ভিডিও দেখার অভিজ্ঞতা আরো ভালো হবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। কনটেন্ট নির্মাতা আর দর্শকদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই নতুন পরিবর্তনগুলো এসেছে প্ল্যাটফর্মে।

নতুন নতুন অনেক ফিচার যুক্ত হচ্ছে ইউটিউবে

ভিডিও দেখার অভিজ্ঞতা দর্শকের চোখের জন্য আরো সহনশীল করতে ইউজার ইন্টারফেসের রঙে কিছু পরিবর্তন এনেছে ইউটিউব। রঙের এই পরিবর্তনগুলোই সম্ভবত অন্য সব কিছুর আগে নজর কাড়বে দর্শকের।

এ ছাড়া অ্যাম্বিয়ান্ট মোডে ভিডিও রঙের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তন করবে ইউটিউব অ্যাপ। আপডেট এসেছে ইউটিউব অ্যাপের ডার্ক থিমেও; পর্দার রঙগুলো আরো দর্শনীয় হয়ে দর্শকের চোখে ধরা দেবে।

ভিডিও ফাস্ট ফরোয়ার্ড ও রিওয়াইন্ড করে নির্দিষ্ট জায়গায় ফেরত যাওয়ার ফিচারও এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মে টিউটোরিয়াল ও শিক্ষামূলক ভিডিও বেশি দেখেন নতুন ফিচারটি এমন দর্শকদের বেশি কাজে আসবে। এ ছাড়া ব্যবহারকারীদের ক্রমাগত অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওতে জুম ইন ও আউট করার সুবিধা চালু করেছে ইউটিউব। নতুন ফিচারটিতে ব্যবহারকারী তার পছন্দমতো জুম ইন ও আউট করতে পারবেন। ব্যবহারকারীরা একবার কোনো ভিডিও জুম করলে সে অবস্থায়ই দেখতে পারবেন। এর জন্য আঙুল দিয়ে ধরে রাখতে হবে না।

 সাবস্ক্রিপশন বাটনেও পরিবর্তন আসছে; বাটনটি আর লাল রঙের না হলেও আকার ও রঙের উজ্জ্বলতার কারণে চ্যানেল এবং পেইজে খুঁজে বের করা আগের চেয়ে সহজ হবে বলে জানা যায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ববাজারে নতুন ফিচারগুলো যুক্ত  হবে বলে জানিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।