প্রশ্নকর্তা ও মডারেটরদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দিপু মনি

এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নের বিষয়ে প্রশ্নকর্তা ও মডারেটরদের আরও সতর্ক হতে নির্দেশনা নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এরপর থেকে প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে।

Nov 10, 2022 - 02:36
 0  28
প্রশ্নকর্তা ও মডারেটরদের আরও সতর্ক হওয়ার নির্দেশ  দিপু মনি

বুধবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে ‘৭১ এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নকর্তা হিসেবে ও মডারেটর হিসেবে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও আমাদের আরও সতর্ক হতে হবে। সব বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে।’

 শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা সেগুলো সেটাও তদন্ত করা হচ্ছে।

তদন্তের বিষয়ে মন্ত্রী বলেন, তদন্ত চলছে। এটা অবহেলাজনিত নাকি ইচ্ছাকৃত করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনোটিই ছেড়ে দেবার সুযোগ নেই। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

মন্ত্রী আরও বলেন, এখন প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সেট হয় তা হচ্ছে প্রশ্ন একজন সেট করেন, আর একজন মডারেট করেন। এরপর পরীক্ষার্থীদের হাতে পৌঁছার আগ পর্যন্ত এটা আর কারও দেখার সুযোগ থাকে না।

প্রশ্নকর্তা ও মডারেটরদের প্রশিক্ষণ বিষয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন প্রণয়ন এবং প্রশ্ন মডারেট যারা করেন তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়। তারপরও কেউ যদি এটা করেন সেটা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow