বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিউজিল্যান্ডের বিপক্ষে
টানা দুই হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। তবে পরের দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে রান রেটের হিসাবে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। বুধবার (১২ অক্টোবর) সেই মিশনে কিউইদের বিপক্ষে লড়বে সাকিব আল হাসান বাহিনী।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে টাইগাররা কোন একাদশ নিয়ে মাঠে নামবে ? আগের ম্যাচে সাব্বির রহমানের পরিবর্তে নাজমুল হোসেন শান্তকে দিয়ে ইনিংস ওপেন করিয়েছিল বাংলাদেশ, তার সঙ্গী ছিলেন মেহেদী হাসান মিরাজ। শান্ত কিছুটা রান তুললেও ব্যর্থ হন মিরাজ। ব্যর্থ হওয়া মিরাজের পরিবর্তে বাংলাদেশ একাদশে সৌম্য সরকারকে দেখা যেতে পারে ।
একাদশে লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি ও নুরুল হাসান সোহানের জায়গা মোটামুটি পাকাই। বাকি থাকে বোলারদের কোটা। বাঁ হাতি স্পিনার সাকিব থাকায় একাদশে হয়তো জায়গা মিলবে না নাসুম আহমেদের। সেক্ষেত্রে বিবেচনায় আসবেন শুধু পেসাররা।
দল ম্যাচ পয়েন্ট নেট রানরেট
নিউজিল্যান্ড ৩ ৪ +০.৬৪৬
পাকিস্তান ৩ ৪ +০.০৯৭
বাংলাদেশ ২ ০ -১.০৯২
স্কোয়াডে থাকা সবাইকে পরীক্ষার একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন টি-টোয়েন্টি কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। সেই যুক্তিতে একাদশে থাকতে পারেন এবাদত হোসেন। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানদের মধ্যে যে কোনো দুজনকে বেছে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
What's Your Reaction?