মেসির বিপক্ষেই অভিষেক হচ্ছে রোনালদোর!
ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়ে সৌদির ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'ওর জয়ী তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইতোমধ্যেই নিজের নতুন ক্লাবে যোগ দিলেও এখনও মাঠে নামা হয়নি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার জানা গেলো সৌদি আরবে রোনালদো প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পিএসজির বিপক্ষে।
আগামী ১৯ জানুয়ারি রিয়াদে আল নাসর ও আল হেলালের খেলোয়াড়দের নিয়ে পিএসজি’র সঙ্গে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচেই খেলার কথা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর।
এদিকে, আল নাসরের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী ২২ জানুয়ারী আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচের দিয়ে। নিজের ক্লাবের হয়ে অভিষেক হওয়ার আগেই আল নাসর এবং আল হিলালের সম্মিলিত দল প্রীতি ম্যাচ খেলবে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)র বিপক্ষে।
সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলবেন বলে জানিয়েছেন আল নাসরের পর্তুগিজ কোচ রুডি গার্সিয়া। গার্সিয়া জানান, 'এটি (সৌদির ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক) আল নাসরের জার্সিতে হবে না। এটি হবে আল হিলাল এবং আল নাসরের সম্মিলিত দলের হয়ে।'
এই ম্যাচের মাধ্যমেই ফের লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে ফুটবল ভক্তদের সামনে। শুধু লিওনেল মেসিই নয়, এই ম্যাচে মাঠে নামতে পারেন পিএসজির আরো দুই বড় তারকা নেইমার আর কিলিয়ান এমবাপ্পেও।