বছরের শুরুতেই -লায়লার' পিরিত হইলো মনের ক্যান্সার

তুন বছরে জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা'র প্রথম গান প্রকাশিত হলো।" পিরিত হইলো মনের ক্যান্সার " শিরোনামের গানটির প্রশংসা করে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে।
গানটি জনপ্রিয়তা পাবে এমন আশাবাদ ব্যাক্ত করে শ্রোতাদের গানটি শোনার আমন্ত্রণ ও জানিয়েছেন। সুন্দর কথার এই গানটি লিখেছেন তরুন গীতিকবি মুনসুর সানী এবং সুর করেছেন শামরাম আহমেদ মিলন। মুন্সি জুয়েল এর সঙ্গীতে গানটি" ভয়েজ গার্ডন " এর ব্যানারে " ভয়েজ গার্ডেন" ইউটিউব চ্যানেল সহ অন প্লাটফর্ম এর প্রকাশিত হয়েছে।
What's Your Reaction?






