সন্ত্রাসী ও উগ্রপন্থী সংগঠনের তালিকায় মেটা
রাশিয়া ফেসবুক ও ইন্সটাগ্রামের প্যারেন্ট কোম্পানি ‘মেটা’কে সন্ত্রাসী ও উগ্রপন্থী সংগঠনের তালিকাভূক্ত করেছে ।
রাশিয়া ফেসবুক ও ইন্সটাগ্রামের প্যারেন্ট কোম্পানি ‘মেটা’কে সন্ত্রাসী ও উগ্রপন্থী সংগঠনের তালিকাভূক্ত করেছে ।
রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ফিনানশিয়াল মনিটরিংয়ের উপাত্ত থেকে মঙ্গলবার(১১ অক্টোবর )এই তথ্য পাওয়া গেছে।
গত মাসেই ফেসবুক ও ইন্সটাগ্রাম নিষিদ্ধ করে রাশিয়া । এই সামাজিক যোগাযোগমাধ্যম উগ্রপন্থী কার্যক্রম ছড়াচ্ছে বলে দাবি ছিল মস্কোর ।
‘রাশিয়া ভীতি’ ছড়ানোর অভিযোগ মেটার বিরুদ্ধেও আনা হয়েছে।
তারা তাদের প্লাটফর্মে তারা রাশিয়ার আগ্রাসনকারীদের মৃত্যু এধরনের খবরও প্রচার করার অনুমতি দেবে ইউক্রেনে রুশ সেনা অভিযানের পরই ১০ মার্চ মেটা জানায়।
সূত্র: এএফপি (এনডিটিভি)