সাজেকে এক পর্যটকের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক হতে ফেরার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে সাজেক ইউনিয়নের হাউস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Oct 19, 2022 - 17:59
Oct 20, 2022 - 00:02
 0  19
সাজেকে  এক পর্যটকের মৃত্যু

নিহত পর্যটকের নাম মো. সাগর আহম্মদ (৩২)। এসময় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। দুর্ঘটনায় কবলিত সকল পর্যটক ঢাকা হতে এসেছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদের গাড়িতে করে পর্যটকরা সাজেক ঘুরে আজ সকালে খাগড়াছড়ি ফিরছিলো। ওই সময়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় গাড়ির ছাদে থাকা পর্যটক সাগর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় আরও অন্তত ৫ জন পর্যটক আহত হয়েছে বলেও জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, আমরা জানতে পেরেছি একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি খাগড়াছড়ি ফেরার পথে খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছে। দুর্ঘটনায় কবলিত সকলকে উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow