সড়কের পাশে পড়ে ছিল মোটরসাইকেলসহ ২ জন ব্যক্তির লাশ
যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। (১০ জানুয়ারি)মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার বাদুরগাছা গ্রামের বুলু মিয়া (৪০), পেশায় ব্যবসায়ী এবং চৌগাছার সৈয়দপুর কোদালিপুর এলাকার হয়রত আলী (৩৫), পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া এবং হয়রত আলী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথে যশোর ক্যান্টনমেন্ট শানতলা এলাকায় তারা দুর্ঘটনায় কবলিত হয়। এলাকাবাসী সড়কের পাশের দুর্ঘটনা কবলিত গাড়ি এবং ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়। এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে লাশ দুইটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কিসের সঙ্গে ওই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
What's Your Reaction?






