৫৭৫ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের

স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে জনবল নিয়োগের জন্য ৫৭৫টি শূন্য পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

Sep 13, 2022 - 00:23
Oct 2, 2022 - 00:16
 0  54
৫৭৫ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ  স্বাস্থ্য অধিদপ্তরের

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ল্যাব অ্যাটেনডেন্ট ও ওয়ার্ডবয় পদের পরীক্ষা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এই দুই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি তিতুমীর কলেজ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং টি অ্যান্ড টি মহিলা কলেজে । 

এ ছাড়া ডিজিএইচএস সাপোর্ট স্ট্যাফ (নন–টেকনিক্যাল), মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার/ডেটা অপারেটর, আয়া ও ক্লিনার পদের লিখিত পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সরকারি তিতুমীর কলেজ ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এসব পদের পরীক্ষা নেওয়া হবে বলে জানা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow