সঙ্গীতের নতুন জুটি আকাশ মাহমুদ ও সোহাগ ওয়াজিউল্লাহ 'র নতুন গান

Feb 12, 2024 - 17:19
 0  72
সঙ্গীতের নতুন জুটি আকাশ মাহমুদ ও সোহাগ ওয়াজিউল্লাহ 'র  নতুন গান

আমার চোখের পানি লাল

কষ্ট করে কাটবি কেন

মেহেদী পাতার ডাল

এই চোখের পানি দিয়ে

তোর হাত দেব রাঙিয়ে

রক্ত রঙে একে দেব আলপনা পায়ে / সম্প্রতি অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান  সাইন্ডটেক এর ব্যনারের সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদের কন্ঠে এমন হৃদয়গ্রাহী কথার একটি গান প্রকাশিত হয়েছে। সুন্দর এই গানটির কথা লিখেছেন আরেক জনপ্রিয় গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ। হৃদয়গ্রাহী গানটির অসাধারণ  সুর করেছেন তরুন সুরকার আকরাম খান। সেই গানটির একটি সুন্দর মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে সাইন্ডটেক এর নিজস্ব ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন শেখ সাকিব ও আনফি। 

গানটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সাইন্ডটেক খুব উচ্ছ্বসিত। এছাড়া গানের সাথে সংশ্লিষ্ট সবাই গানটি প্রশংসা করে বলেছেন সস্তা গানের ভিড়ে এটি একটি মানসম্মত গান। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন এবং জনপ্রিয়তা পাবে৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow