সংগীত জগতে হিট মেশিন এফ এ সুমন ও সোহাগ ওয়াজিউল্লাহ ।

সংগীত জগতে হিট মেশিন এফ এ সুমন ও সোহাগ ওয়াজিউল্লাহ ।

বাংলা সংগীত জগতে জুটি হিসেবে এফ এ সুমন ও সোহাগ ওয়াজিউল্লাহ অনবদ্য।

যখনই দুইজন জুটি হয়ে কোন গান করেছেন সেই গান  হয়েছে শ্রোতাপ্রিয় পেয়েছে জনপ্রিয়তা। দুইজনের এক সাথে চলা "  ভিতর কান্দে সখি আমার " গানটার মধ্য দিয়ে। তারপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন এই জুটি।

সংগীত ভুবনে হিট মেশিন হিসেবেও দুইজনের খ্যাতি আছে৷ মন মুনিয়া কান্দে,  যাদুরে,  ঘুম পাড়ানী বন্ধু,  ভালোবাসা ছেড়া ফুল,  তোর লাগি রে জীবন, পাগলী রে,  এবং জানরে তুই।

সেই ধারাবাহিকতায় দীর্ঘ এক বছর পর আবারও জুটি হয়ে গানে ফিরছেন এই জুটি " মন বড় বোকা রে  " শিরোনামের গানের মধ্য দিয়ে।

টাইটেল শুনেই বোঝা যাচ্ছে নিশ্চয় দারুন কিছু পেতে যাচ্ছে দর্শকশ্রোতা।

সোহাগ ওয়াজিউল্লাহ 'র গীতিকবিতায় দ্বীন ইসলাম শাহরুকের সংগীতে ও এফ এ সুমনের নিজের করা সুরে অন্তর মাল্টিমিডিয়া 'র ব্যানারে গানটি অন্তর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল ২৫ শে জানুয়ারি প্রকাশিত হবে। জানা গেছে ইতিমধ্যে গানটির একটি ব্যায়বহুল মিউজিক ভিডিও নির্মান করেছে অনেক জনপ্রিয় গানের মিউজিক ভিডিও  নির্মাতা অন্তর হাসান। আর মেয়ে মডেল হিসেবে কাজ করে জনপ্রিয় মডেল ও অভিনেতা আয়াত।

আয়াতের সাথে এফ এ সুমন নিজেই মডেল হিসেবে অভিনয় করেছেন। সব মিলে দর্শকশ্রোতা আগের এফ এ সুমন পাওয়া যাবে বলে গানের সাথে জড়িত সংশ্লিষ্টরা এমনই মনে করছে।